ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:০৩, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ২৯ জুলাই ২০২৫

কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে জেনিফার লোপেজ

ছবি: সংগৃহীত

লাইভ কনসার্টে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছিলেন হলিউড পপ তারকা জেনিফার লোপেজ।

সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা।

এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে যায় তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ।

শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার।

উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।

এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।

এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।

ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে।

২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিনেই ঘটে এমন কাণ্ড।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন