ঈদ বাঙালি মুসলমান জীবনের অন্যতম বড় উৎসব হলেও সময়ের সঙ্গে পাল্টে গেছে উদযাপনের ধরন। স্মার্টফোন আর সেলফির এই যুগে ঈদের আনন্দ এখন অনেকটাই প্রযুক্তিনির্ভর। অথচ ষাটোর্ধ্ব প্রজন্মের কাছে ঈদের মানে ছিল অন্য কিছু—নতুন জামার উত্তেজনা, গরু কেনা নিয়ে প্রতিযোগিতা, পরিবারের সবার একসঙ্গে সময় কাটানো আর সেই সরল ভালোবাসা যা আজ শুধুই স্মৃতিচারণে ধরা দেয়। বিএনপির শীর্ষ নেতারা ফিরে গেলেন নিজেদের শৈশবের ঈদের দিনে।...