ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

পহেলা বৈশাখ যেভাবে উদযাপন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৬, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২০, ৯ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখ যেভাবে উদযাপন করবে বিএনপি

দীর্ঘ ১৬ বছর পর আবারও বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক পরিবেশে’ এবার প্রথমবারের মতো দেশীয় সংস্কৃতির অন্যতম উৎসবটি সারাদেশে উদযাপন করবে তারা।

গত সোমবার (৮ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদের পর এটিই ছিল স্থায়ী কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে জানানো হয়, পহেলা বৈশাখে দেশের মহানগর, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও বৈশাখী র‍্যালি, গ্রামীণ মেলা, লোকজ গান, হাডুডু খেলা ও পান্তা আয়োজনসহ নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে বিএনপি। দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এ আয়োজন বলে জানানো হয়।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘দলীয়ভাবে বৈশাখ উদযাপনের মাধ্যমে মানুষকে বাঙালির সংস্কৃতির শেকড়ের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজন হবে আনন্দঘন, সাংস্কৃতিক এবং অংশগ্রহণমূলক।’

তবে ১৫ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সব আয়োজন সন্ধ্যার আগেই শেষ করতে বলা হয়েছে। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যার পর এবং ১৬ এপ্রিল (যেদিন পরীক্ষা নেই) বিভিন্ন স্থানে আরও কিছু সাংস্কৃতিক আয়োজন চলবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

স্থায়ী কমিটির বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ঈদের পরবর্তী কর্মসূচি এবং সাংগঠনিক বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।  
 

আরও পড়ুন