ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৯, ১৭ এপ্রিল ২০২৫

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আমজনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রফিকুল আমীনকে দলের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিমকে সদস্যসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। 

অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ ও ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন পার্টির আহ্বায়ক ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

ডেসটিনি গ্রুপ ছাড়াও রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডেসটিনি ট্রি-প্লানটেশন প্রকল্পে অর্থপাচার ও দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাভোগের পর তিনি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান।

নতুন দলের সদস্যসচিব ফাতিমা তাসনিম চলতি সপ্তাহের রোববার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে পদত্যাগ করেন। এরপর আজ আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ আমজনতা পার্টি’তে যোগ দিয়ে সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন