শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩২, ১৬ এপ্রিল ২০২৫
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন দেশের দিনভর তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরদিন শুক্রবার খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। ওই দিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা দুটোই সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।