শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৫৬, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ২৫ এপ্রিল ২০২৫
ছবি: ক্রিকেটক্লাইমেট
কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার রেশ গিয়ে পড়েছে খেলার মাঠেও। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশন নেটওয়ার্ক।
গত মঙ্গলবার (২২ এপ্রিল), কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই ভারতীয়। আহত হন আরও অন্তত ১০ জন। হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’, যাদের পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী বলে দাবি করছে ভারত সরকার।
এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক পিএসএলের সম্প্রচার বন্ধ করে দেয়। গতকাল লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচটি দেখায়নি কোনো ভারতীয় সম্প্রচার মাধ্যম। পাশাপাশি, ফ্যানকোড তাদের অ্যাপে থাকা আগের সব ম্যাচের ভিডিও মুছে ফেলেছে। ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজও পিএসএল ২০২৫ সংক্রান্ত সকল স্কোরকার্ড, সূচি ও লাইভ আপডেটসহ সরিয়ে নিয়েছে।
এক বিবৃতিতে ফ্যানকোড জানায়, ২৪ এপ্রিল থেকে তারা পিএসএলের আর কোনো ম্যাচ সম্প্রচার করবে না। তারা পেহেলগামের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এমন ঘটনার তারা যথেষ্ট বিব্রত।
তবে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড অবশ্য যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী। কেউ কেউ ভারতীয় সম্প্রচার মাধ্যমগুলোর সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার অনেকেই রাজনীতি ও ক্রীড়াকে আলাদা রাখার পক্ষে মত দিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসএআর