ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Scroll
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Scroll
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা
Scroll
কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
Scroll
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
Scroll
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ- চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ
Scroll
সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন
Scroll
লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি
Scroll
গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি, মারা গেলেন একই পরিবারের ১২ সদস্য
Scroll
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

মামী কামালের বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫:০১, ২৫ এপ্রিল ২০২৫

মামী কামালের বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

দশ লাখ টাকা চাঁদা চেয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারীর দোকানে জোরপূর্বক তালা দিয়েছেন কামাল হোসেন। ব্যবসায়ী আবুল বাশারের দাবি, চাঁদা চেয়ে প্রথমে চিঠি পাঠিয়েছিল কামাল, চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে দিলেও ওই চাঁদাবাজদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারী ও তার পরিবার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবুল বাশার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে আবুল বাশার পাটোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে তিনি আমিশাড়া বাজারে আসবাবপত্রের (ফার্নিচার) ও হার্ডওয়ার সামগ্রীর ব্যবসা করে আসছেন। গত রমজান মাসের চার-পাঁচ দিন আগে দোকানের সার্টার খুলে দেখেন ভেতরে একটি চিঠি। তাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তি। চিঠি পাওয়ার পর তিনি বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করেন।

গত ১৭ এপ্রিল সকালে তিনি দোকানে গিয়ে দেখেন তিনটি শার্টারে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া তালা। এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. কামাল তার সহযোগীদের নিয়ে দোকানে তালা দেন।

আবুল বাশার পাটোয়ারী বলেন, ‘পরে পুলিশ কামালকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তালা দেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এরপর থেকে কামাল হোসেন নানা হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন।’

বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আবুল বাশার পাটোয়ারী এ বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

আবুল বাশার পাটোয়ারী বলেন,‘এই সন্ত্রাসী কামাল এ সমাজে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই সন্ত্রাসী কামাল তার মামির সাথে অপকর্মের কারণে তাকে সবাই মামি কামাল নামে চিনে। মাদক কারবারি কামাল টেকনাফ থেকে মাদক নিয়ে আসার সময় চট্টগ্রামে তার গাড়িসহ পুলিশের কাছে ধরা পড়ে। কামালের সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্য পরিচালনা করার জন্য নিজস্ব বাহিনী রয়েছে।’

তিনি অভিযোগ করেন, এই সন্ত্রাসী কামাল আজ থেকে ১৫ বছর আগে তার বাহিনী দিয়ে আবুল বাশার পাটোয়ারির ১৩/১৪ বছর বয়সি মেয়েকে জোরপূর্বক অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপন দাবি করে। ওই সময় আবুল বাশার পাটোয়ারির বড় ভাই ইউসুফ পাটোয়ারী এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণকারী মামী কামালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ কারী মামী কামালকে আদালতে সোপর্দ করে। যখন তার বিচারকার্য চলছিল, ওই সময় অপহরণকারী কামালের বাহিনী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। যার পরিপ্রেক্ষিতে মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির কথা অস্বীকার করে মো. কামাল এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কামাল দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। 

জানা যায়, আবুল বাশার পাটোয়ারীদের সঙ্গে কামালের পারিবারিক বিষয় নিয়ে পূর্বের বিরোধ রয়েছে। তাদের দায়ের করা একটি মামলায় ২০০৯ সালে তিনি কারাগারে ছিলেন। ওই বিরোধের জেরে ক্ষোভ থেকে তিনি দোকানে তালা দিয়েছেন বলে দাবি করেন কামাল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, প্রাথমিক তদন্তে দোকানে তালা দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আবুল বাশারের পূর্ববিরোধ ও মামলা রয়েছে। আবুল বাশার থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু মামলার অভিযোগের বর্ণনায় একটি অংশ নিয়ে তার আপত্তি থাকায় সেটি আর মামলা হিসেবে রুজু করা হয়নি। পরে ওই ব্যক্তিকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন