শিরোনাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৪, ২৫ এপ্রিল ২০২৫
মামলার এজাহার সুত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর থানাধীন ভোগরা এলাকার মৃত ইনজল হোসেনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৮), এর সাথে বিগত দুুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান আসামী জাহিদ হোসেন (২৭) এর সাথে পরিচয় হয়।
পরিচয় সূত্রে আলাপ চারিতায় সে বাদীকে জানায় যে, সে ইতালী প্রবাসী। ইতালীতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের অনেক লোক তার মাধ্যমে ইতালিতে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইতালীর শ্রম বাজার, উচ্চ বেতন, শ্রমিকদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ইত্যাদি আকর্ষনীয় বিষয়ে বাদীকে প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে প্রলুব্ধ করে।
প্রধান আসামি জাহিদ হোসেনের সাথে মোবাইল ফোনের ভিডিও কলে ভার্চুয়ালী আলোচনার মাধ্যমে ইতালি যাওয়ার খরচ বাবদ ২০ লক্ষ টাকার প্যাকেজে চুক্তি হয়। তার মধ্যে ৫ লক্ষ টাকা অগ্রীম এবং অবশিষ্ট ১৫ লক্ষ টাকা ইতালি পৌঁছে কাজে যোগদান করার প্রথম সপ্তাহেই বাংলাদেশে অবস্থানরত জাহিদের এজেন্টের কাছে জমা দেয়ার আলাপ চুড়ান্ত হয়।
তারপর দুবাইগামী আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাদীসহ ২৭ জন ভুক্তভোগী দুবাই পৌঁছেছেন। দুবাই হতে ফ্লাইটে নাইজার নিয়ে সড়ক পথে আলজেরিয়া যাওয়ার পর আলজেরিয়া পুলিশ তাদের সকলকেই আটক করে। আটকের পর ২১ দিন জেল খাটে এই বাংলাদেশিরা। জেল হতে মুক্তি পাওয়ায় পর আসামীরা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। আসামীরা তাদেরকে আলজেরিয়া হতে সড়ক পথে তিউনিশিয়া নিয়ে যান। তিউনিশিয়া হতে লিবিয়া নিয়ে তাদের সকলকেই একটি বাড়িতে জিম্মি করে জাহিদের নেতৃত্বে জিম্মিদের অমানষিকভাবে নির্যাতন করে ও পড়নের কাপড় খুলে বিবস্ত্র করে ছবি তুলে ও ভিডিও ধারণ করে দেশে তাদের পরিবারের সদস্যদের নিকট পাঠায়। সেই সাথে খুন করার হুমকি দিয়ে আসামীরা বাদীর বড় ভাই ও স্ত্রী এর নিকট ৫০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এর মধ্যে ৪০ লক্ষ টাকা আসামিদের দেওয়া হয়।
পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দুতাবাসে কর্মরত মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার তাদের উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠায়। ইয়াকুব আলী এই বছরের জানুয়ারিতে নিজ বাড়িতে ফেরত এসে সর্বস্ব হারিয়ে মামলা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।