শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২০:১০, ২৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
আহত আসাদুল ইসলাম একই উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম ইটনা সীমান্ত দিয়ে পারাপারের সময় বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে প্রায় ১২০ গজ দূর থেকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বাম চোখের পাশে লাগে।
ঘটনার বিষয়ে সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, গুলিবর্ষণের ঘটনাটি ভারতের অংশে একটি ছোট নদীর ধারে ঘটেছে। নদী পার হওয়ার সময় আসাদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুলিটি তার চোখের পাশে লাগে। তবে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে আখাউড়া কর্নেল বাজার বিওপি সীমান্তে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঘটনাটি যেহেতু জয়নগরের, তাই আখাউড়া-আগরতলার জয়নগর সীমান্তে আরেকটি পতাকা বৈঠক হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর