শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৩৫, ২৫ এপ্রিল ২০২৫
রীতেশ দেশমুখের ছবির কোরিওগ্রাফারের জলে ডুবে মৃত্যুর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিনেতা ও পরিচালক রীতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’ ছবির কোরিওগ্রাফারদের মধ্যে ২৬ বছর বয়সী এক নৃত্যশিল্পী ছিলেন, তিনি মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে মারা যান।
নিহত নৃত্যশিল্পীর নাম সৌরভ শর্মা। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে এই ঘটনা ঘটে, যেখানে ‘রাজা শিবাজি’র শুটিং চলছিল।
একটা গানের শুটিং হয় সেদিন। ওই গানে রঙ ছিটানো একটা বিষয় ছিল, ফলে সৌরভও রং ছটিয়ে ছিলেন। তাঁর হাতে রং লেগেছিল। তাই শ্যুটিংয়ের শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর, তিনি সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই যত বিপত্তি। সাঁতার কাটতে কাটতে তিনি নদীর গভীরে চলে যান, তারপর তীব্র জলের স্রোতে ভেসে যান।
এই ঘটনা সম্পর্কে পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়। নিখোঁজ নৃত্যশিল্পীকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বেসরকারি সংস্থার সদস্য-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় অনুসন্ধান অভিযান।
মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার সকালে তা পুনরায় শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোনও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ উদ্ধার করে। সাতারা পুলিশের কাছে একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন।
কিংবদন্তি মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’ এই বছর মুক্তি পাবে। অভিনেতা রীতেশ দেশমুখ ছবিটি পরিচালনা করছেন। ছবিতে তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতেও দেখা যাবে।