শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০০, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৫, ২৫ এপ্রিল ২০২৫
সবসময়ই ভিন্নধর্মী প্রতিবাদে বিশ্বাসী অরিজিত সিং। এবারও দিলেন তার প্রমান। পেহেলগাম হামলার প্রতিবাদে সরাসরি একটি বড় শো বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে অরিজিতের একটি লাইভ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পেহেলগাম ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, কাশ্মীরের ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণে শিল্পী ও আয়োজক কর্তৃপক্ষ যৌথভাবে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ এপ্রিল চেন্নাইয়ে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, যারা এই কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ