ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Scroll
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Scroll
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা
Scroll
কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
Scroll
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
Scroll
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ- চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ
Scroll
সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন
Scroll
লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি
Scroll
গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি, মারা গেলেন একই পরিবারের ১২ সদস্য
Scroll
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

বিশ্বনেতাদের সঙ্গে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৯, ২৫ এপ্রিল ২০২৫

বিশ্বনেতাদের সঙ্গে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ড. ইউনূস

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। তিনি বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন।

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টায়। এ তথ্য জানিয়ে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছে, এর আগে বুধবার (আজ) সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত হওয়ার আগপর্যন্ত সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন মানুষেরা।

ধারণা করা হচ্ছে, প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত হতে পারেন। থাকবেন বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও।

এরই মধ্যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।

বিশ্বনেতাদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে রাখা হয়েছে পোপ ফ্রান্সিসের কফিন। গতকাল মঙ্গলবার কফিনে শোয়ানো তাঁর মরদেহের কয়েকটি ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ হিসেবে দায়িত্ব পালনের ১২ বছর কাসা সান্তায় অবস্থান করেছিলেন ফ্রান্সিস।

ভ্যাটিকানের প্রকাশিত ছবিতে দেখা যায়, কাঠের একটি উন্মুক্ত কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে। তিনি লাল রঙের পোশাক পরে আছেন। কফিনও লাল আবরণে ঢাকা। এ সময় ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন জোসেফ ফারেলকে ধর্মীয় আচার পালন করতে দেখা যায়।

গত সোমবার সকালে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ, যাঁকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলে সমাহিত করা হবে না। রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হবেন তিনি।

আরও পড়ুন