ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আঞ্চলিক নেতৃত্বে বাংলাদেশের সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৯, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১৮, ২৫ এপ্রিল ২০২৫

আঞ্চলিক নেতৃত্বে বাংলাদেশের সাফল্য

ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হয়ে এক গৌরবজনক কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (২৫এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউএনইএসসিএপি'র আওতাধীন ‘এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি)’ এবং ‘এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)’-এই দুটি সংস্থার গভর্নিং কাউন্সিলে বাংলাদেশ আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে। এ জয় বাংলাদেশের আঞ্চলিক নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পান নেপালের পররাষ্ট্রমন্ত্রী, আর বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সহসভাপতির দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অধিবেশনে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা এবং ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ’ ভিত্তিক একটি টেকসই বিশ্বের আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গভর্নিং কাউন্সিলের নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল ইউএনইএসসিএপির নির্বাহী সচিবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করে। সেখানে আইসিটি খাতে সহযোগিতা জোরদার, আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক নানা বিষয়ে আলোচনা হয়।

এই নির্বাচন দুটির মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ সরকার এ অর্জনে সহায়তাকারী সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন