ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Scroll
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Scroll
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা
Scroll
কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
Scroll
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
Scroll
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ- চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ
Scroll
সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন
Scroll
লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি
Scroll
গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি, মারা গেলেন একই পরিবারের ১২ সদস্য
Scroll
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

বিএসএফের এক সদস্যকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৬, ২৫ এপ্রিল ২০২৫

বিএসএফের এক সদস্যকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার

ছবিঃ সংগৃহীত

ডিউটি করার সময় ভুল করে পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ফেলেন এক বিএসএফ জওয়ান। এরপরই তাকে আটক করে পাকিস্তানের রেঞ্জার বাহিনী। আটককৃত  বিএসএফ সদস্যের নাম পূর্ণম কুমার সাহু। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার (২৪এপ্রিল) পাঞ্জাবের ভারত-পাক সীমান্ত ঘেঁষা একটি জমির কাছে ১৮২ নম্বর ব্যাটালিয়নের সদস্য পূর্ণম টহল দিচ্ছিলেন। ওই সময় তিনি কৃষকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিলেন। অতিরিক্ত গরমে কিছুক্ষণ বিশ্রামের জন্য একটি গাছের ছায়ায় দাঁড়ান তিনি। এসময় খেয়াল না করেই সীমান্ত রেখা অতিক্রম করে ফেলেন। সেই সুযোগেই পাকিস্তানের রেঞ্জাররা এসে তাকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় হুগলির রিষড়ায় সাহু পরিবারের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের দিন কাটছে উৎকণ্ঠায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্ণমের অবস্থার বিষয়ে কিছুই জানেন না তারা।

পূর্ণমের বড় ভাই রাজেশ্বর সাহু জানান, ‘আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। বিএসএফও চেষ্টা চালাচ্ছে তাঁকে ফিরিয়ে আনার।’

স্ত্রী রজনী সাহু বলেন, ‘এর আগে কুম্ভমেলায় ডিউটিতে ছিলেন। ছুটি কাটিয়ে পাঠানকোট ফিরেছিলেন। মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর আমাদের শেষবার কথা হয়। এরপর এক বন্ধুর কাছ থেকে ওর আটকের খবর পাই।’

পূর্ণমের বাবা ভোলানাথ সাহু বলেন, ‘আমার ছেলের বন্ধু ফোন করে জানায়, শরীর খারাপ লাগায় সে গাছের নিচে বসেছিল। তখনই পাকিস্তানি বাহিনী তাকে ধরে নিয়ে যায়। এখন সে কোথায়, কিছু জানি না। সরকারের কাছে অনুরোধ, দয়া করে আমাদের জানান।’

ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যের বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘যেসব সীমান্তে কাঁটাতার বা বাধা নেই, সেসব জায়গায় ভুলবশত সীমান্ত পার হওয়ার ঘটনা ঘটে। যদিও এই পরিস্থিতিতে খুব সতর্ক থাকা দরকার। দেশের সেনা ও আধাসেনা বাহিনী সজাগ রয়েছে, এবং পূর্ণম কুমার সাহুকে ফিরিয়ে আনতে তারা সবরকম চেষ্টা চালাচ্ছে।’

বিএসএফ সূত্রে জানা গেছে, পূর্ণম কুমার সাহুর মুক্তির জন্য পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং তাকে সুস্থ অবস্থায় ফেরানোর জন্য ভারতীয় পক্ষ সক্রিয় রয়েছে।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন