শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪০, ২৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবনায় অর্থ বিভাগ সম্মতি দেয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহা থেকেই নতুন হারে উৎসব ভাতা দেওয়া হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত করতে অপেক্ষা করতে হবে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের দেশে ফেরার পর পর্যন্ত। বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে অংশ নিতে বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসএআর