শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৫৩, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০১, ২২ এপ্রিল ২০২৫
৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
মঙ্গলবার সিলেট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ৭৩ রানে। উইকেটে টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৭১ বল খেলে অপরাজিত ৪৪ রানে।
উল্লেখ্য, শুধু আজ নয়, এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টেও। প্রথম দিন লাঞ্চ বিরতির সময় হালকা বৃষ্টি হলেও তখন খুব বেশি সমস্যা হয়নি। প্রথম দুই দিন নির্বিঘ্নে শেষ হলেও, তৃতীয় দিনের শুরুটা বৃষ্টির কারণে ভেস্তে যায়।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করে নেন ৫টি উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে উইকেটে নেমেই ম্যাচের রং পাল্টে দেন অধিনায়ক শান্ত।