ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদক কার্যালয়ে সারজিস-হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৩, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৪, ১০ এপ্রিল ২০২৫

‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদক কার্যালয়ে সারজিস-হাসনাত

‘অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ’ কিছু অভিযোগ দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।  

বুধবার (৯ এপ্রিল) দুপুরে দুদক প্রধান কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে তারা প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম ও হাসনাত। 

এনসিপির দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, দুদকে কিছু লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।  তবে অভিযোগের ধরন বা কার বিরুদ্ধে তা করা হয়েছে-সেই বিষয়ে কিছু জানাতে নারাজ তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘সবকিছুই অত্যন্ত গোপনীয়। এসব এখন প্রকাশ করলে অন্যায়কারীরা সতর্ক হয়ে যাবে।’

এনসিপি উত্তর অঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেন, ‘আগে দুদককে ব্যবহার করে কেউ কেউ সাম্রাজ্য গড়েছে, আবার অনেকে অন্যায় না করেও হয়রানির শিকার হয়েছে। এখন আমরা আশা করি এমন কিছু হবে না। আমাদের কিছু অভিযোগ ছিল, তা জমা দিতেই এসেছিলাম। আপাতত আর কিছু বলার নেই।’ 

আরও পড়ুন