ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৫, ৯ এপ্রিল ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে যেসব বক্তব্য আসছে, তাতে পরিষ্কার কোনো বার্তা নেই বলে মনে করছে দলটির কেন্দ্রীয় নেতারা। এ অবস্থায় সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানান, গত সোমবার(৭এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে।

তিনি এসময় আরও বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন, সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। বাকি সংস্কার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করার প্রস্তাব দেন তিনি। 

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি। এ ক্ষেত্রে তারা আগামী কিছুদিনের মধ্যে দু-একটি কর্মসূচি দেওয়ার কথাও চিন্তা করছে।

এর অংশ হিসেবে পরিবর্তিত পরিস্থিতিতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। ঢাকাসহ মহানগর ও জেলা পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানায় দলটি। 

এছাড়াও এদিন বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়।
 

আরও পড়ুন