শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৫, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:০৬, ৮ এপ্রিল ২০২৫
ছবি : ফোকাস বাংলা
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ এ কর্মসূচির আয়োজন করে।
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা ছিল—ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশে যাতায়াত করা যাবে। কিন্তু আওয়ামী লীগ সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এর মাধ্যমে তারা কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একদিকে মুসলিম বিশ্বের পক্ষে অবস্থানের অভিনয় করে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে নীরব সহানুভূতি দেখায়। এ দ্বিমুখী নীতিই তাদের আসল চেহারা তুলে ধরে।’
ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা সব ধরনের ইসরায়েলি পণ্য বর্জন করব। আর বাংলাদেশে সাম্প্রতিক কিছু স্থাপনায় হামলার ঘটনাও আমরা স্পষ্টভাবে নিন্দা জানাই।’
ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে বিএনপি অচিরেই কেন্দ্রীয়ভাবে বড় ধরনের কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।