শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৮, ২৪ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
সদ্যই জুহির ছোট ছেলে অর্জুন মেহতার জন্মদিন। এই বিশেষ দিনে ছেলের জন্য ব্যতিক্রমী একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। অর্জুনের নাম করে তিনি রোপণ করেছেন ৫০০টি গাছ।
জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জুহি। প্রথম ছবিতে দেখা যায় ছোট্ট অর্জুন মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে। দ্বিতীয় ছবিতে ঠাকুমা-দাদুর সঙ্গে ক্যামেরাবন্দি সে। তৃতীয় ছবিতে মাথায় একটি বন্যপ্রাণীর টুপি পরে ছোট অর্জুন। চতুর্থ ছবিতে বাবার সঙ্গে, পঞ্চম ছবিতে দিদির সঙ্গে, আর ষষ্ঠ ছবিতে তিন বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শেষ ছবিটি একটি কোলাজ, যেখানে একসঙ্গে ছয়টি মুহূর্ত ধরা পড়েছে।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে জুহি লেখেন, ‘শুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য উপহার দিলাম ৫০০টি গাছ।’
জুহির এই পরিবেশবান্ধব ভাবনা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ছেলের জন্মদিনেও ছুঁয়ে গেছে অনুরাগীদের মন। পোস্টে ভরে উঠেছে জন্মদিনের শুভেচ্ছায়।
ঢাকা এক্সপ্রেস/আরইউ