ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

মারা গেলেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৮, ২৭ জুলাই ২০২৫

মারা গেলেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া। প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে, জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম সংবাদমাধ্যমকে রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিমে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন।

রাতুল ছিলেন ব্যতিক্রমধর্মী এক সংগীতশিল্পী। তার নেতৃত্বে ‘ওন্ড’ ব্যান্ডটি দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক নতুন ধারা তৈরি করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়—দুটিই শ্রোতাপ্রিয়তা অর্জন করে।

গায়ক হিসেবে রাতুলের কণ্ঠ যেমন শ্রোতাদের মুগ্ধ করত, তেমনি প্রযোজক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম নির্মাণে ছিল তার সরব উপস্থিতি ও সৃজনশীল ভূমিকা।

এ কে রাতুলের অকালপ্রয়াণে সংগীত অঙ্গন হারাল এক প্রতিভাবান সংগীতশিল্পীকে, আর ভক্ত-শ্রোতারা হারালেন তাদের প্রিয় একজন রক আইকনকে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন