শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৫, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:০০, ২ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজনে রয়েছে জুলাই কর্নার, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদকবিরোধী ক্যাম্পেইন, গ্রিন স্কুল গ্রিন ফুল, উদ্যোক্তা মেলা, প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা।
উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণ-জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশের আয়োজন করেন জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফোজিয়া খান। জুলাইয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, আর যেন কোন মায়েদের বুক খালি না হয়। সে প্রেরণায় ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান। আহতদের মনোবলকে শক্ত করতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ প্রিন্স, সুমাইয়া আক্তার ইকরা, শহীদ সোহেল রানা পরিবারের সদস্য সানা উল্লাহ প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে