শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৩, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:২৫, ২ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় চলন্ত পর্যটকবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে। ট্রেনটি সিএনজিটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকে রেখে বিক্ষোভে অংশ নেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে