শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৭, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:১০, ২ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ উপস্থিত মুসল্লিদের নিয়ে ডা. শফিকুর রহমানের রোগমুক্তি ও নেক হায়াত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, ‘জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে আমীরে জামায়াত যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ যেন তার সব ভালো কাজ কবুল করেন এবং তাকে সুস্থ জীবন দান করেন।’
দোয়ায় সাম্প্রতিক উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাও করা হয়।
এ দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আবদুল জব্বার, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে