শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ২ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
নিখোঁজ রিফাত পাকুন্দিয়া উপজেলার কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত সহ কয়েকজন বন্ধু মিলে স্থানীয়ভাবে মিনি কক্সবাজার খ্যাত ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে গিয়েছিল। নদীর পানিতে নামলে পা পিছলিয়ে রিফাত নদীতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা রাজীব মিয়া (২০) তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে রাজীবকেই স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উল্লেখ্য ওই জায়গায় বিগত জুলাই মাসের ১১তারিখে নৌকা ডুবিতে নীলা আক্তার (১৯) ও নীহা (৯) নামের দুই সহোদর বোন নিখোঁজ হয়। পরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. বিল্লাল হোসেন ওই জায়গাকে ভ্রমণ নিরাপদ নয় বলে নিষিদ্ধ ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী রিফাতের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে