শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৪, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:০৩, ২ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ভুক্তভোগী আশরাফুল আলম পেশায় একজন গাড়িচালক। প্রবাসী জীবনে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনি বাম হাতের বৃদ্ধাঙ্গুল হারান। আঙুল হারানোর পর তার পেশাগত জীবনে আসে স্থবিরতা। দেশে ফিরে তিনি চিকিৎসার জন্য আসেন কুমিল্লা নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে।
সেখানে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলাম মামুনের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল সাত ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে তার বাম পায়ের দ্বিতীয় আঙুল এনে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে প্রতিস্থাপন করেন।
অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা ডা. কামরুল ইসলাম মামুন জানান, আমরা রোগীর সঙ্গে আগেই আলোচনা করে ৫০ শতাংশ সফলতার আশ্বাস দিই। তিনি সম্মতি দিলে আমরা অপারেশনে যাই। অপারেশনের পর এখন তার স্নায়ুগুলো সচল রয়েছে, যা আমাদের আশানুরূপ অগ্রগতি।
এ প্রসঙ্গে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ বলেন, সম্প্রতি বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোয় সফল হয়েছিলেন ডা. কামরুলের দল। এবার তারা পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করে আরেকটি নজির স্থাপন করলেন। এটি কুমিল্লা ও দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি মাইলফলক।
আশরাফুল আলম বলেন, গাড়ি চালানোই আমার একমাত্র জীবিকা। হাতের আঙুল না থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। দেশে ফিরে এমন চিকিৎসা পাব, তা ভাবিনি। এখন সুস্থ হলে আবার গাড়ি চালাতে পারব।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ জানান, জেলা শহরে এ ধরনের জটিল অস্ত্রোপচার চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিদেশে যেসব চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় হতো, তা এখন দেশের মাটিতেই অনেক কম খরচে সম্ভব হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে