শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২১:৫২, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ২১:৫৬, ২ আগস্ট ২০২৫
ছবি: সাগর প্রামানিক ও সুলতান প্রামানিক
শনিবার (২ আগস্ট) এক ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এই তথ্য জানান।
তিনি বলেন, অভিযুক্ত সাগরের গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর মতো কোনো টাকা তার কাছে ছিল না। এ জন্য তার বন্ধু অপর অভিযুক্ত সুলতানের সঙ্গে পরামর্শ করে তাদের অল্প দিনের বন্ধু ভ্যানচালক জিহাদকে হত্যা করে তার ভ্যান বিক্রি করে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেন। সে অনুযায়ী বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জিহাদকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সিংড়া উপজেলার পাজাগারড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে জিহাদ ঘুমে অচেতন হয়ে পড়লে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে দিয়ে ভ্যান নিয়ে চলে যান তারা।
পরদিন জিহাদের লাশ উদ্ধারের পর অভিযানে নামে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বড়িয়া এলাকার নিজ নিজ বাড়ি থেকে ওই দুই হত্যাকারীকে আটক করে র্যাব। পরে একই উপজোলার ইটালি গ্রামের হাসান মেকারের গ্যারেজ থেকে ভ্যানটি উদ্ধার করে র্যাব।
শনিবার দুপুরে আটক দুজনকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে