শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:১৭, ২ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাপ্পি মৃধা হল নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের দুলুখন্ড এলাকার আক্কাস মৃধার ছেলে। সে ছিল স্থানীয় ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কানার বাজার এলাকা থেকে প্রতিবেশী রাব্বি হাওলাদারের সঙ্গে গাছের গুড়ি বোঝাই নসিমনে করে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় যাচ্ছিল বাপ্পি মৃধা। চাঁদসার এলাকায় পৌছলে আরেকটি নসিমনকে সাইট দিতে গিয়ে সড়কের পাশের খাদে পরে যায় বাপ্পিদের নসিমন। এ সময় গুরুতর আহত হয় বাপ্পি ও নসিমন চালক রাব্বি হাওলাদার। স্থানীয়রা উদ্ধার করে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আর চালক রাব্বি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাপ্পি মৃধার বড় বোন আয়েশা আক্তার বলেন, প্রতিবেশী রাব্বি হাওলাদারের নসিমনে করে ঘুরতে গিয়েছিল আমার ছোট ভাই বাপ্পি। তারপর নসিমন উল্টে গিয়ে মৃত্যু হয় ভাইটির। আমরা এক ভাই এক বোন। আমি ভাই হারা হয়ে গেলাম।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নসিমন উল্টে নিহত বাপ্পির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে