শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৯, ২ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
শনিবার (২ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, শহীদ মিনারের সমাবেশ থেকে যে ইশতেহার ঘোষণা করা হবে, সেটিতে নতুন বাংলাদেশ কেমন হবে তার একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে। এতে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যনীতি, দুর্নীতি দমন, অর্থনৈতিক কৌশল, প্রবাসীদের সুরক্ষা, নগরায়ণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–সহ নানা বিষয়ে দলের পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা হবে।
দলের এক নেতার ভাষ্য অনুযায়ী, এটি অনেকটা একটি নির্বাচনী ইশতেহারের মতো। কারণ, এতে এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি সেই ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতেই ইশতেহারে ২৪টি ধারা বা দফা অন্তর্ভুক্ত করেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে