শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৪, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। ৩২ ঘণ্টা পর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
সামাজিকভাবে ‘প্রকৃত’ জুলাইযোদ্ধা পরিচয় দাবি করা এক ব্যক্তি বলেন, ‘সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণা করেছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত সড়ক অবরোধ করে রেখেছে। এতে মানুষের মধ্যে জুলাই আন্দোলনের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তাদের আমরা গতকালও বলেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেনি।’ এ সময় ওই ব্যক্তি জুলাই-আহত কার্ডও দেখান।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, ‘দুইদিন ধরে শাহবাগ অবরোধ ছিল। মানুষের কাছে এই অবরোধ অতিষ্ঠকর হয়ে উঠেছিল। সরকার ইতোমধ্যে জুলাই সনদ ঘোষণা করেছে, কিন্তু তারা জনদুর্ভোগ সৃষ্টি করছিল। পরে জানলাম, তারা ‘ভুয়া’ জুলাইযোদ্ধা। তাদেরই বিতাড়িত করার জন্য যারা এসে উপস্থিত হয়েছিল, তারা আসল জুলাইযোদ্ধা ছিল।’
এ সময় অবরোধকারীদের সঙ্গে প্রথমে সংঘর্ষ হলেও কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
বর্তমানে, প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় কোনো পক্ষের অবস্থান নেই এবং যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে