ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

নোয়াখালী-৪ আসনে নির্বাচনী গণসংযোগে গণঅধিকারের আব্দুজ জাহের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৭, ১ আগস্ট ২০২৫

নোয়াখালী-৪ আসনে নির্বাচনী গণসংযোগে গণঅধিকারের আব্দুজ জাহের

ছবি: ঢাকা এক্সপ্রেস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি এলাকায় আগমন করেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে জিলা স্কুলের সামনে এক পথসভায় তিনি বক্তব্য দেন।

এ সময় আব্দুজ জাহের বলেন, নোয়াখালী অনেক গুরুত্বপূর্ণ জনপদ হলেও আমরা অনেক অবহেলিত। নোয়াখালী জেলা অনেক নেতা পেলেও কোনো অভিভাবক পায়নি। আমি নোয়াখালীর অভিভাবকের দায়িত্ব নিতে চাই। নির্বাচিত হই কিংবা না হই, এই নোয়াখালী পৌরসভাকে আমরা সিটি করপোরেশন করে ছাড়ব। সুবর্ণচর উপজেলাকে নোয়াখালী পৌরসভায় রূপান্তর করব।

তিনি আরো বলেন, পাকিস্তান আমলে যে রেললাইন ছিল, এখনো সেই রেললাইন ও ট্রেন দিয়ে নোয়াখালীবাসী দুর্ভোগের মধ্যে চলাচল করছে। আমাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমি নির্বাচিত হই বা না হই, এই সোনাপুর থেকে রেললাইন চেয়ারম্যানঘাট পর্যন্ত নিয়ে যাব। নদীভাঙন ঠেকাতে কাজ করব ইনশাআল্লাহ। সর্বোপরি, নোয়াখালীবাসীর জীবনমান উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাব।

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, পারভেজ মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূর নবী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. নূর, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের আশেক এলাহিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন