শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৬, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৪৮, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান আরো বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সহযোগিতা করছে। তবে ৫১টি সুপারিশ নিয়ে আমাদের ভিন্নমত আছে।’
সাক্ষাতের আগে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে নেতারা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতের বর্তমান আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সফরে নজরুল ইসলাম ও সালাহউদ্দিনের সঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতা, জাসাসের উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম ও ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ কয়েকজন স্থানীয় নেতা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই বিএনপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা একই মাদ্রাসায় যান এবং হেফাজত নেতাদের কবর জিয়ারত করেন। আজ বিএনপিও একই কর্মপন্থা অনুসরণ করলো।
ঢাকা এক্সপ্রেস/ইউকে