শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৩, ১ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (১ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ, ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। এর আগে স্মরণ মঞ্চে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ, শোক সংগীত পরিবেশনা করা হয়।
শৈলকুপার সর্বস্তরের জনগণ আয়োজিত আলোচনা সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ খান নূন, সাংবাদিক দেলোয়ার কবির, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, সিপিবি নেতা শ্যামল রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মনি, উদীচীর জেলা সভাপতি কে এম শরিফুল ইসলাম, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত মল্লিক, বাসদ নেত্রী রুবিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, নীতিনীষ্ঠ রাজনীতিক, বরেণ্য শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফুটবল খেলোয়াড় ও শৈলকুপার কৃতিসন্তান কমরেড বিমল কৃষ্ণ সাহা অনন্য আদর্শিক জীবনদর্শন চর্চায় আমাদের অনুপ্রেরণার উৎস। মানুষের উপর মানুষের শোষণের অবসান তথা সমাজতন্ত্রের লক্ষে সমাজ পরিবর্তন সংগ্রামে অনুপ্রেরণার অনবদ্য নাম ছিল বিমল কৃষ্ণ সাহা।
আলোচনা সভা শেষে কমরেড বিমল কৃষ্ণ সাহা স্মৃতি সম্মাননা স্মারক পরিবারের পক্ষে গ্রহণ করেন প্রয়াতের ছেলে সিপিবি সূত্রাপুর থানা শাখার সভাপতি বিকাশ সাহা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে