ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

কালুখালীতে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২০:৫৭, ১ আগস্ট ২০২৫

কালুখালীতে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ী কালুখালীতে উপজেলা বিএনপির নুতন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির আয়োজন কালুখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ ও নাবায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেক পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজি মানিক, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. লিয়াকত আলী বাবু নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা সতর্ক থাকবেন। কেউ যেন এই সদস্য ফরম এর মাধ্যমে অনুপ্রবেশ করতে না পারে- বিশেষ করে আ.লীগের দোষররা। সেই সাথে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। সাধারণ মানুষের মন জয় করতে হবে। তাহলে আমরা খুব সহজে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো। কোন স্বরযন্ত্র করে আগামী নির্বাচনে আমাদের বিজয় বাধাগ্রস্ত করতে পারবে না।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন