ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

নীলফামারীতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৫, ১ আগস্ট ২০২৫

নীলফামারীতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

জুলাই মাসের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। শুক্রবার (১ আগস্ট) বিকালে নীলফামারী শহরের শাখামাছা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু। সভাপতিত্ব করেন জেলা সভাপতি জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক সাদমান সাকিল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন এবং যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক উমর ফারুক মুন্না।

অনুষ্ঠানে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা সোহাগ হোসেন বাবুর নাম ঘোষণা করা হয়। ট্রাক প্রতীকে নির্বাচন করতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

বক্তব্যে সোহাগ হোসেন বলেন, ‘তৃণমূলে জিওপি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে। আমি বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়তে এই এলাকার মানুষ ট্রাক প্রতীকে ভোট দেবেন।’

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন