শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩০, ১ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিনার উদ্ভাবিত এই বিশেষ লেবু জাতটি সারাবছর ফলন দেয় এবং অধিকাংশ ফলই বীজবিহীন। এর গন্ধ ও পুষ্টিগুণের জন্য এটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বিনা উপকেন্দ্রে প্রায় ৩০ হাজার ‘বিনালেবু-১’ এর গুটি কলম তৈরির কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।
তিনি জানান, লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিগুণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে।
ড. রনি আরো বলেন, ‘বিনালেবু-১’ জাতটি ডিম্বাকৃতির এবং এর অগ্রভাগ সূচালো। প্রতিটি ফলের ওজন গড়ে ৯০ থেকে ১৫০ গ্রাম। রোপণের ১০-১১ মাসের মধ্যেই ফলন পাওয়া যায়।
বিনার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে