ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

নেছারাবাদ উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিকর লাউড স্পিকার জব্দ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:২৪, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:৩১, ২ আগস্ট ২০২৫

নেছারাবাদ উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিকর লাউড স্পিকার জব্দ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ কর্তৃক মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দের লাউড স্পিকার জব্দ করা হয়; যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণ সম্ভব হয়। এ সময় আগত ট্যুরিস্টদের এই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সচেতন করা হয়। 

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন