ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

নারায়ণগঞ্জ ডিসির সঙ্গে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৫, ২ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ ডিসির সঙ্গে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আদর্শ নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসাইন। শুক্রবার (১ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ১০ লক্ষ চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘এই কর্মসূচি নারায়ণগঞ্জকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে।’

এ সময় শহরের বিভিন্ন নাগরিক সমস্যা— বিশেষ করে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, খুন, যানজট নিরসনসহ নাগরিক দুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইকবাল হোসাইন এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় আদর্শ নাগরিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার চারা গাছ রোপণের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা চাই প্রশাসনের এই মহৎ উদ্যোগে নাগরিক সমাজও অংশগ্রহণ করুক।’

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন