ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

রবিবার নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫২, ২ আগস্ট ২০২৫

রবিবার নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি। দলটির প্রত্যাশা, ‘ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সবার সঙ্গে দেখা হবে।

এর আগে গত বুধবার বিকালে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এক মাস আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানিয়েছিল দলটি।

এনসিপি এক বিবৃতিতে জানায়, ২০২৪-এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল; সেই শহীদ মিনারেই ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন