শিরোনাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০:২৯, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৪১, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
বিজেতাদের তালিকা
১. শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম: ডিপ ফ্রিজ (অর্জুন দত্ত)
২. শ্রেষ্ঠ ফিল্ম ক্রিটিক পুরস্কার: উৎপল দত্ত
৩. শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড স্কোর: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল)
৪. শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর: ভাঠি (জিভি প্রকাশ কুমার)
৫. শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট: শ্রীকান্ত দেশাই (শাম বাহাদুর)
৬. শ্রেষ্ঠ গায়িকা: শিল্পা রাও (জওয়ান)
৭. শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী: জানকি বাড়িওয়ালা (ভস) এবং উর্বশী (উলাঝুক্কু - মালায়ালম)
৮. শ্রেষ্ঠ সহ-অভিনেতা: বিজয়রাঘবন এবং সোমু ভাস্কর
৯. শ্রেষ্ঠ অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
১০. শ্রেষ্ঠ অভিনেতা: শাহরুখ খান (জওয়ান) এবং বিক্রান্ত মাসে (12th Fail)
এ বছর জাতীয় পুরস্কারের মঞ্চে একাধিক চমকপ্রদ বিজয়ী মনোনীত হয়েছেন। যেখানে শাহরুখ খান তার অত্যন্ত জনপ্রিয় জওয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন; এটি তার ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার। অন্যদিকে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে চলচ্চিত্রের জন্য রানী মুখোপাধ্যায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন।
এ ছাড়াও, জনপ্রিয় বাংলা ছবি ডিপ ফ্রিজ শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হওয়ায় বাংলা চলচ্চিত্রের প্রতি সম্মান আরো বেড়ে গেছে।
এবারের পুরস্কারে দক্ষিণী সিনেমার জয়জয়কারও ছিল। বিশেষত, অ্যানিম্যাল সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, উলাঝুক্কু (মালায়ালম) সিনেমার সহ-অভিনেত্রী উর্বশী এবং ভস সিনেমার সহ-অভিনেত্রী জানকি বাড়িওয়ালা পুরস্কৃত হয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এমন প্রতিভাবান শিল্পীদের একত্রিত দেখে চলচ্চিত্র জগত এক নতুন অধ্যায়ে পা রাখলো। প্রতিটি বিভাগে নানান ধরনের উদ্ভাবনী কাজের জন্য পুরস্কৃত হওয়া শিল্পীরা নিজেদের কাজের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে