শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৫, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ওই এলাকায় আনসারুল্লাহ জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। চাষ শেষে জমি থেকে রাস্তার উপরে ওঠার সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি চাকার নিচে পড়ে পিষ্ট হন। পরে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এই মর্মান্তনিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে