শিরোনাম
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:১১, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
নিহতের নাম জিলু মিয়া (৪২)। তিনি গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল করে নিজ গ্রাম রসুলপুরে যাচ্ছিলেন নিহত পুলিশ সদস্য। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় চালক জিলু মিয়া গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে