শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৮, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:১৪, ১ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ডিবি’র অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমার দে এবং এএসআই মো. শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ৩১ জুলাই রাতে ঝিকরগাছা বাজার মেইন রোডের রাজা পট্টি এলাকায় ভিশন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে অভিযুক্ত মো. মহিনুর রহমানকে (৫৫) আটক করে দেহ তল্লাশি এবং তার হাতে থাকা দুটি নীল রঙের পলিথিন ব্যাগ থেকে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার মহিনুর রহমান যশোর জেলার শার্শা থানার গোড়পাড়া (সরদারপাড়া) গ্রামের মৃত শাহজাহান সর্দারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারি মহিনুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে