শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৯, ২৩ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে গাজা শহরের আল ডোরা শিশু হাসপাতালও আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দিনের বিভিন্ন সময় গাজার বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৩২ জন।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলায় আহত আরও ৬০ জনের বেশি মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯১ জনে। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও প্রায় ৪ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি এই হামলার মধ্য দিয়ে লঙ্ঘন করেছে ইসরায়েল।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলমান সংঘাতের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি