ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ইউরোপ সফরে ‘বরবাদ’ 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:০৮, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:২৮, ২১ এপ্রিল ২০২৫

ইউরোপ সফরে ‘বরবাদ’ 

দেশের পর এবার বিদেশি প্রেক্ষাগৃহেও সাড়া ফেলেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। সম্প্রতি ইতালির রোম শহরে মুক্তি পেয়েছে।মুক্তির প্রথম দিনেই দেশটির প্রবাসী দর্শকদের মাঝে শাকিব খানের সিনেমা দেখা নিয়ে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে। ‘বরবাদ’ দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো জনস্রোত তৈরি হয়েছে। সাধারণ মানুষের ঢল নেমেছে সিনেমা হলে। প্রবাসীরা হুমড়ি খেয়ে উপভোগ করেছেন ‘বরবাদ’।

‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‌‘ইতালিতে প্রথম শো হাউসফুল গেছে। আজকেও শো রয়েছে। অগ্রিম টিকিটে হাউসফুল হয়ে গেছে। ভেসিনে যেসব শো রয়েছে, সেগুলো আগেই হাউসফুল হয়ে গেছে। সব মিলিয়ে দেশের মতো বিদেশেও ভালো রেসপন্স পাচ্ছি।’

প্রযোজক আরও বলেন, ‘ডিস্ট্রিবিউটরদের সাথে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, দর্শকদের এমন চাপ যে আগামীতে আরও শো বাড়ানো হচ্ছে।’

এদিকে, ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে ‘বরবাদ’। স্টার সানডে হওয়ার পরেও দর্শকদের চাপে দুটি দেশের বাংলা অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলোতে দুটি করে বাড়িয়ে মোট চারটি শো চালানো হচ্ছে।

 

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন