ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কীভাবে হবে নতুন পোপ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:২৪, ২১ এপ্রিল ২০২৫

কীভাবে হবে নতুন পোপ নির্বাচন

পোপ ফ্রান্সিস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তাঁর। ভ্যাটিকান জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান তিনি।

কীভাবে চলবে ভ্যাটিকান

একজন পোপ মারা গেলে কীভাবে ভ্যাটিকান চলবে, কীভাবে তার শেষকৃত্য হবে, কীভাবে একজন নতুন পোপ নির্বাচিত হবেন, তার সবই ঠিক করা আছে। পোপ মারা গেলে সবার আগে বিষয়টি জানেন ক্যামেরলেঙ্গো। তিনি হলেন রোমান ক্যাথলিক চার্চের একজন কার্ডিনাল, পোপের পরেই তার অবস্থান। নিয়ম হল, পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পর তার হাতের সোনার আংটি খুলে নেওয়া হবে। ওই আংটিকে বলে ‘রিং অফ ফিশারম্যান’। ক্যামেরলেঙ্গো ওই আংটি নষ্ট করে ফেলবেন। এর মধ্য দিয়ে পোপের ক্ষমতাকালের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। পোপ যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেটি সিল বা বন্ধ করে দেওয়া হবে। ক্যাথলিক চার্চে ঘোষণা করা হবে ৯ দিনের শোক।

সাধারণত মৃত্যুর চতুর্থ থেকে ষষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। অধিকাংশ পোপকেই সমাহিত করা হয় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। তবে পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় তার দেহ রাখার ইচ্ছা প্রকাশ করে গেছেন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার তত্ত্বাবধান করবেন কার্ডিনাল ক্যামারলেঙ্গো। পাশাপাশি তিনি নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের সম্মেলন ডাকবেন, যাকে বলা হয় কনক্লেভ।

নতুন পোপ নির্বাচন কীভাবে

পোপের মৃত্যুর ১৫ দিন পর শুরু হয় কনক্লেভ। তবে কার্ডিনালদের সবাই পোপ নির্বাচনে ভোট দিতে পারেন না। যাদের বয়স আশির কম, কেবল তারাই ভোট দেওয়ার অধিকার রাখেন। সব মিলিয়ে ১২০ জনের মত কার্ডিনাল ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। পোপ নির্বাচনের সময়টায় তাদের সিসটাইন চ্যাপেলে তালাবন্ধ করে রাখা হয়। বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ থাকে না তাদের।

নির্বাচন প্রক্রিয়ায় প্রতিদিন কার্ডিনালরা ভ্যাটিকান প্রাসাদে জড়ো হন। নতুন পোপ নির্বাচিত করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়া পর্যন্ত ভোট চলতে থাকে। প্রথম দিন যদি কার্ডিনালরা একমত হতে না পারেন, তাহলে ভোটগ্রহণ একদিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে তারা প্রার্থনা ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিতে পারেন।

প্রতিবার ভোটের পর ব্যালটগুলো নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়। চিমনি দিয়ে বের হওয়া সেই ধোঁয়াই বাইরের পৃথিবীকে বলে দেয়, নতুন পোপ নির্বাচিত হলেন কি না। ধোঁয়া যদি কালো হয়, বুঝতে হবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কেউ পাননি। আর ধোঁয়া সাদা হলে বুঝে নিতে হবে, কার্ডিনালরা নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন।

পোপ নির্বাচন হয়ে গেলে শুরু হয় পোপের নাম ঘোষণার প্রক্রিয়া। ঊর্ধ্বতন কোনো কার্ডিনাল নতুন পোপের নাম ঘোষণা করেন।নতুন পোপ নতুন পোশাক পরে জনসম্মুখে আসেন। আঙুলে পরেন ‘রিং অব দ্য ফিশারম্যান’। ঈশ্বরের নামে শপথ নেওয়ার পর তিনি ভ্যাটিক্যানের ব্যালকনি থেকে ভাষণ দেবেন।

আরও পড়ুন