ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ছবি দেখেই অবস্থান শনাক্ত করছে চ্যাটজিপিটি!

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪:০৮, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪৬, ২১ এপ্রিল ২০২৫

ছবি দেখেই অবস্থান শনাক্ত করছে চ্যাটজিপিটি!

ছবি: পিক্সেলস

বাসার ঠিকানা বা নির্দিষ্ট স্থান প্রকাশ না করেও সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন অনেকেই। কিন্তু এখন সেই ছবিই হয়ে উঠতে পারে ব্যক্তিগত গোপনীয়তার হুমকি। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি নতুন সংস্করণে এমন সক্ষমতা অর্জন করেছে, যার মাধ্যমে শুধু ছবি বিশ্লেষণ করেই সেটি কোথায় তোলা হয়েছে, তা জানিয়ে দিচ্ছে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটজিপিটি চ্যাটবট। 

প্রতিষ্ঠানটির সর্বশেষ দুটি মডেল—‘ও-থ্রি’ ও ‘ও-ফোর মিনি’—জায়গা চিহ্নিত করার মতো ভিজ্যুয়াল বিশ্লেষণে বিশেষভাবে দক্ষ। ঝাপসা বা বিকৃত ছবির মধ্যেও সাইনবোর্ড, রাস্তাঘাট, দোকানের নাম, বিলবোর্ড, মেন্যু কিংবা স্থাপত্যশৈলী দেখে অবস্থান শনাক্ত করতে পারছে চ্যাটজিপিটি। 

এই ফিচার কতটা কার্যকর তা যাচাই করে দেখেছেন এক্সের (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী। কেউ কেউ নিজেদের তোলা সাধারণ ছবি আপলোড করে দেখেছেন, মডেলটি কখনো শুধু শহরের নাম, আবার কখনো নির্দিষ্ট দোকান বা লোকেশনের নাম পর্যন্ত বলে দিচ্ছে। 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিষয়টি যতটা আকর্ষণীয়, ততটাই উদ্বেগজনকও। কারণ, এখন পর্যন্ত চ্যাটজিপিটির এই সুবিধা ব্যবহারে কোনো নিয়ন্ত্রণব্যবস্থা নেই। ফলে, যেকোনো ব্যবহারকারী ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনো ছবির স্ক্রিনশট দিয়েও জানতে চাইতে পারেন, সেটি কোথায় তোলা। এতে অনিচ্ছাকৃতভাবেই ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত অবস্থান, চলাফেরার গতিপথ কিংবা জীবনের গোপন কিছু মুহূর্ত।

তবে এ সুবিধাটি শতভাগ নির্ভুল নয়। কখনও কখনও মডেলটি ভুল করে, অস্পষ্ট বিশ্লেষণ দেয় কিংবা একই তথ্য বারবার পুনরাবৃত্তি করে। 

ঢাকা এক্সপ্রেস/এসএআর

আরও পড়ুন