ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩০, ১৫ মে ২০২৫ | আপডেট: ১৬:৩২, ১৫ মে ২০২৫

ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত

ঝিনাইদহে ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে। ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনোয়ার খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানে বারোবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকারিয়া মাসুদ বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন