শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৬, ১৪ মে ২০২৫
ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে এ সিদ্ধান্ত নিয়ে। কান চলচ্চিত্র উৎসবেও এ বিষয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। যার কারণে বিস্ফোরক এই মন্তব্য করলেন ডি নিরো।
এদিন ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন ‘দিস বয়’স লাইফ’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতার গালে মৃদু চুম্বন করে আবেগঘন বক্তব্য দেন ডি নিরো।
এসময় তিনি আরো বলেছেন, ‘আমার দেশে এখন গণতন্ত্রের জন্য মরিয়া লড়াই চলছে। যেটা একসময় আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা এখন হুমকির মুখে। এই লড়াই আমাদের সবার। কারণ, শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক।’
ডি নিরো আরো বলেছেন, ‘শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে। তিনি ট্রাম্প প্রসঙ্গে বলেছেন, সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। আমরা শুধু বসে থেকে দেখলে চলবে না। আমাদের এখনই কিছু করতে হবে। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ আর অঙ্গীকার নিয়ে প্রতিবাদ করতে হবে। স্বাধীনতাকে ভালোবাসেন যাঁরা, তাঁদের এক হতে হবে, সংগঠিত হতে হবে, প্রতিবাদ করতে হবে।
ডিক্যাপ্রিও তাঁর বক্তব্যে ডি নিরোর সাহসী অবস্থানের প্রশংসা করেন। তিনি জানান, ১৯৯৩ সালে ‘দিস বয়’স লাইফ’-এ অডিশনের সময় ডি নিরোর সামনে দাঁড়িয়ে ‘গলা ফাটিয়ে চিৎকার’ করেছিলেন তিনি, শুধু নজরে পড়ার জন্য। অডিশনের পরদিন ডি নিরো যখন উড়োজাহাজে উঠছিলেন, তখন প্রযোজক আর্ট লিনসন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘কে অভিনয় করবে?’ ডি নিরো উত্তরে বলেন, ‘শেষ থেকে দ্বিতীয় ছেলেটা।’ সেই ছেলেটাই ছিলেন ডিক্যাপ্রিও। ‘সেই মুহূর্তটাই আমার জীবন বদলে দেয়,’ বলেন ডিক্যাপ্রিও।
ছয় দশকের ক্যারিয়ারে দু’বার অস্কারজয়ী ডি নিরোর নাম জড়িয়ে আছে মার্টিন স্করসেজির আলোচিত সব সিনেমার সঙ্গে। সেই সময়ে যেমন ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’, ‘গুডফেলাস’ করেছেন তিনি। তেমনই দেখা গেছে সাম্প্রতিক ‘দ্য আইরিশম্যান’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ছবিতে।
অভিনেতা কানে প্রথমবার এসেছিলেন ১৯৭৩ সালে ‘মিন স্ট্রিটস’ নিয়ে। এরপর এসেছেন একাধিকবার, সর্বশেষ ২০২৩ সালে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির জন্য, যেটি কানে প্রদর্শনের পর ৯ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পায়। আয়োজকরা জানান, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ থেকে ২৪ মে পর্যন্ত।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ