ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মুহররম ১৪৪৭

তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি 

প্রকাশ: ২০:১০, ১৮ মে ২০২৫

তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

বান্দরবানে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস 

বান্দরবানে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (১৮ মে) দুপুরে বান্দরবান সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার। 

এ সময় তিনি  শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এতে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড.মোহাম্মদ রেয়াজুল হক, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর প্রভাষক মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই আগামী দিনে বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে।’ 

এ সময় বক্তারা তরুণ সমাজকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ে তোলা ও দেশের সেবায় এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন